
" মানুষ মানুষের জন্য " এ স্লোগানকে সামনে রেখে সারাজীবন মানবতার সেবায় নিজেকে নিয়োজিত বর্তমান দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব সাইফুল ইসলাম সাহেব। জন্মস্থানঃ টাংগাইল জেলার সখীপুর উপজেলাধীন কালিয়া দামিয়া পাড়া নিজ গ্রামের পৈত্রিক ভিটায়। বংশ পরিচয়ঃ দাদা মরহুম সবদুল্লাহ শিকদার ছিলেন একজন নামীদামী শিক্ষিত ও সামাজিক ব্যক্তিত্ত্ব সম্পন্ন বুজুর্গ ব্যক্তিত্ব। পিতা; মরহুম আব্দুস সোবহান ওরফে ছবুর মাস্টার ছিলেন সরকারি প্রাঃ বিদ্যালয় এর সহকারী শিক্ষক।.
শিক্ষা জীবন ঃ এস এস সি (দাখিল) পাশ করেন সখীপুর উপজেলাধীন নামদারপুর ফাজিল( ডিগ্রি) মাদ্রাসা থেকে। আই,কম পাশ করেন সখীপুর মুজিব সরকারি কলেজ থেকে। আর অনার্সসহ মাস্টার্স পাশ করেন টাংগাইল সদরস্থ করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ হতে। উল্লেখ থাকে যে, অনার্স এ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ১২তম মেধাস্থান অধিকার করেছিলেন।.
মা- বাবার ইচ্ছার কারনে বেকার জীবনে বিয়ে করতে গিয়ে কনে পক্ষগণ বেকার বলে সাইফুল ইসলাম এম,কম এর নিকট মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানান। সেদিন সাইফুল ইসলাম সাহেবের চাচাতো ছোট ভাই সাংবাদিক সাদিক বিপ্লব এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলো এবং আল্লাহর রহমতে বিয়ে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলো।.
সেদিনের সেই কন্যা সালমা'ই আজ সালমা সাইফুল। যা হোক সাইফুল ইসলাম সাহেব চাকরীর পিছনে না ঘুরে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে সরকারিভাবে চলে যান দক্ষিণ কোরিয়ায়। যা আজ প্রায় ১২ বছর চলমান। আজ সাইফুল ইসলাম সাহেব দারুণভাবে সফল, সচ্ছল, সুখী মানুষ।.
দাম্পত্য জীবনে এক স্ত্রী নাম সালমা, কলেজ পড়ুয়া এক কন্যা নাম সিনথী,এক পুত্র নাম সানি,৮ম শ্রেণির ছাত্র। একমাত্র মেয়ের জামাই পুলিশ অফিসার,বর্তমান ঘাটাইল থানায় কর্মরত। বরেণ্য ও আদর্শ মানুষ হিসেবে জনাব মোঃ সাইফুল ইসলাম এম,কম সমাজ তথা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। ডে নাইট নিউজ এর পক্ষ থেকে জনাব মোঃ সাইফুল ইসলাম এম, কম সাহেবকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।.
ডে-নাইট-নিউজ / মোঃ সাদিকুর রহমান বিপ্লব বিএসসি
আপনার মতামত লিখুন: